নোয়াখালীতে ডাক্তারদের ইফতার ও দোয়া মাহফিল
নোয়াখালী বার্তা ডেস্ক | ২২ মে, ২০১৯ | ১৭:৪১ অপরাহ্ণ |আপডেট: ২২ মে, ২০১৯ | ১৭:৪১

ষ্টাফ রিপোর্টার :
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে বৃহৎ আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম সামছুদ্দিন জেহান, সিভিল সার্জন ডা. মমিনুল হক, সাবেক সিভিল সার্জন ডা. বিধান চন্দ্র সেন গুপ্ত।
এসময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী শাখার সভাপতি ডা. এমএ নোমান সহ জেলায় কর্মরত ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।