নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
দৈনিক নোয়াখালীবার্তা | ১৭ ডিসেম্বর, ২০১৯ | ০৯:৫০ পূর্বাহ্ণ |আপডেট: ১৭ ডিসেম্বর, ২০১৯ | ০৯:৫০

ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, দাদপুর ইউপির সহিদ উল্যার ছেলে সুজন ও একই এলাকার কিরন মাস্টারের ছেলে শাকিল। তাদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন জানান, তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ আগের দুইটি মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।