নোয়াখালী বার্তার সম্পাদক করোনা আক্রান্ত
দৈনিক নোয়াখালীবার্তা | ২ এপ্রিল, ২০২১ | ১৪:২৯ অপরাহ্ণ |আপডেট: ২ এপ্রিল, ২০২১ | ১৪:২৯

এম আর রকি : আমাদের নতুন সময় ও আমাদের সময়.কম এর নোয়াখালী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালী বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব অহিদ উদ্দিন মাহমুদ মুকুল কোভিড ১৯আক্রান্ত হয়েছে।
তিনি বর্তমানে মাইজদী হাউজিং দক্ষিন মোর তার বাসায় আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তাহার পরিবারের সবাই সুস্থ আছেন
দৈনিক নোয়াখালী বার্তার পক্ষ থেকে তাহার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।