আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
নোয়াখালী বার্তা ডেস্ক | ২৬ জুন, ২০১৯ | ১৬:১৮ অপরাহ্ণ |আপডেট: ২৬ জুন, ২০১৯ | ১৬:১৮

বেগমগঞ্জে প্রতিনিধি :
নোয়াখালী বেগমগঞ্জে মঙ্গলবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
নিহত শাহাদাত হোসেন উপজেলার হাজীপুরের খালাসি বাড়ির চৌধুরী মিয়ার ছেলে।
বেগমগঞ্জ থানার ওসি মো. ফিরোজ আলম মোল্লা জানান, ওই গ্রামে খালাসি সুমন ও সম্রাট গ্রুপের মধ্যে মাদক বেচাকেনা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে দুই গ্রুপের সংঘর্ষে শাহাদাত গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি ফিরোজ আলম আরো জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।