কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
নোয়াখালী বার্তা ডেস্ক | ২ অক্টোবর, ২০১৯ | ০৪:৫৭ পূর্বাহ্ণ |আপডেট: ২ অক্টোবর, ২০১৯ | ০৪:৫৭

কোম্পানীগঞ্জে প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারীতে মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত ইউসুফ মাস্টার ওই ইউপির ৫নং ওয়ার্ডের জহুরুল হকের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান বলেন, ৫নং ওয়ার্ডের হাজারীহাট চৌরাস্তায় একটি বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।