নোয়াখালী বার্তা: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নোয়াখালীতে মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার পিটিআই সংলগ্ন মুক্ত চত্বর থেকে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসব কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা অংশ নেন।
পরে মুক্ত মঞ্চে এক আলোচনা সভা নোয়াখালী মুক্ত দিবস উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহানের সঞ্চলনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, একরামুল করিম চৌধুরী এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ফজলে এলাহী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, সামছুদ্দিন জেহান, প্রমুখ।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।