Select Page

আজ বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: রাত ২:০৭

ফেনীতে উভয় লিঙ্গের অর্গান নিয়ে শিশুর জন্ম

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ১৮, ২০২৩ | ফেনী

বার্তা প্রতিনিধি: পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গ নিয়ে ফেনীতে এক বিরল শিশুর জন্ম হয়েছে। শুক্রবার দুপুরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে বিরল এই শিশুর জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী।
উভয় লিঙ্গের শিশুর জন্মের খবরে মুহূর্তে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় হাসপাতাল জুড়ে।
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেওয়া হয়। সন্তান ভূমিষ্ঠ হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা বলে জানান তিনি।
মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন জানান, শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্মগ্রহণ করেছে। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারির প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১