নোয়াখালী বার্তা: নোয়াখালী জেলা শহরের দত্ত বাড়ির মোড় এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ যুবককে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন,নোয়াখালী পৌরসভার গোপাই গ্রামের নুর নবীর ছেলে আকরাম হোসেন (২২), আবদুল মান্নানের ছেলে সাজ্জাত হোসেন (২৮) ও মিরাজ হোসেনের ছেলে শাকিল (২১)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, শহরের দত্ত বাড়ির মোড় এলাকার রহমানিয়া বিস্কুট ফ্যাক্টেরীর সামনে বুধবার ৩ যুবক ইয়াবা সেবন করছে। খবর পেয়ে জেলা ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।