ষ্টাফরিপোর্টার: নোয়াখালীর মাইজদীর গুপ্তাঙ্ক গ্রামে ১৪৪ ধারা অমান্য করে সাবেক চেয়ারম্যান নুর রহমানের বসতঘরে হামলা, ঘরের টিন ও বেড়ার চাল ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আতঙ্কে রয়েছে কলেজ ছাত্রীসহ পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টায়। এ ঘটনায় সুধারাম থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাবেক চেয়ারম্যান নুর রহমানেরপরিবার জানান,চেয়ারম্যানের অনুপস্থিতে তারা নোয়াখালী পৌরসভার গুপ্তাঙ্ক গ্রামে আমাদের নির্মাণাধীন বিল্ডিংএর টিন শিডের বেড়াচাল হামলা চালিয়ে ভেঙে দিয়েছে প্রতিপক্ষ হাফিজুর রহমানের নের্তৃত্বে সন্ত্রাসীরা ভাঙচুর করে গুটিয়ে দিয়েছে। এ বিষয়ে ১৪৪ ধারা জারি বঙ্গ করে তারা হামলা করেছে। বর্তমানে আমি আমার কলেজ পড়ুয়া মেয়েদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। উল্লেখ্য,এর আগেও একই কায়দায় হামলা ভাঙচুর করেছে তারা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান,১৪৪ ধারা থাকা সত্ত্বে ও ফৌজদারি অপরাধের কারণে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page