Select Page

আজ রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সকাল ১১:১৩

হাতিয়ায় মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ২৩, ২০২৩ | নোয়াখালী, হাতিয়া


ষ্টাফরিপোর্টার: নোয়াখালীর হাতিয়ায় জমির বিরোধের জেরে মা-মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ওই গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬)।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৯ ফেব্রুয়ারি বাড়ির জমির বিরোধের জের ধরে মো.জহির উদ্দিনের ছেলে মো.জিল্লুর রহমান ও অজ্ঞাত ২/৩ জন একই বাড়ির ওই মা ও মেয়েকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করে।ওই সময় জিল্লু মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর তা ইন্টারনেটের স্যোশাল মিডিয়ায় টিকটক আইডি থেকে তাদের চোর হিসেবে উপস্থাপন করে ভাইরাল করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.কায়সার খসরু। তিনি বলেন,‘ভুক্তভোগী নারী বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তথ্যপ্রযুক্তি আইনে ও নির্যাতনের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ধারণ ও টিকটক তৈরিকারী জিল্লু পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।,

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১