ষ্টাফরিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান বলেছেন,এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় এসে এখন বলছেন,ভোট চুরি করে করে ক্ষমতায় আসার ইচ্ছা তাঁদের নেই। অথচ ২০১৮ সালে শুধু বাংলাদেশেই নয়,সারা পৃথিবীতে একটা নজির স্থাপন হয়েছে দিনের ভোট রাতে নেওয়ার। রাতের অন্ধকারে কীভাবে ভোট নিতে হয়,তা এ দেশের ১৬ কোটি মানুষসহ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বিএনপির পদযাত্রা কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান বলেন,শুধু ভোট চুরি করে ক্ষমতায় এসেই এ সরকার ক্ষান্ত হয়নি। তারা চাল,ডাল, তেল,বিদ্যুৎ,গ্যাসসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। সরকারি দলের নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
কেন্দ্রীয় বিএনপির নেতা মো.শাহজাহান বলেন, অর্থনীতির এই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে উত্তরণে বিএনপি বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এ সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেন না। খালেদা জিয়াকে মুক্ত করে দিতে হবে। খালেদা জিয়া, তারেক রহমানসহ সব নেতা–কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।
দলীয় সূত্র জানায়, মাইজদীর শহীদ মিনারের সামনের সড়ক থেকে দুপুর সোয়া ১২টার দিকে পদযাত্রা শুরু হয়ে তা শহরের প্রেসক্লাব,পাঁচ রাস্তার মোড়,সার্কিট হাউস সড়কের মাথা হয়ে জেলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতারা। জেলা শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page