ষ্টাফরিপোর্টার :নোয়াখালীতে ২রা মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে সর্বপ্রথম জাসদের সভাপতি আ স ম আবদুর রব প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। দিনটিকে স্মরণ রেখে আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের কৃষি বিষয়ক সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, জেলা যুগ্ম আহবায়ক আমির হোসেন, হেলাল উদ্দিন, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক মজিবুর রহমান রুবেল ও সদস্য জহিরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ ২রা মার্চকে জাতীয় পতাকা উত্তোলন দিবসকে জাতীয় ভাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page