সোনাইমুড়ি প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপের ধাক্কায় মো.বেলাল হোসেন (৪৭) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এতে অটোরিকশাটির চালকসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে পৌরসভা সড়কে জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে বেপরোয়া গতির পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী বেলাল মারা যান। এসময় অটোরিকশা চালকসহ আরো দুজন আহত হন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
৪.৩.২৩ইং

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page