নোয়াখালী বার্তা: বাংলাদেশের বেসরকারি খাতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, একটি সার কারখানা, কাগজকল, বিদ্যুৎকেন্দ্র, সৌরপ্যানেল ও সৌর বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য খাতে এ বিনিয়োগ করবেন দেশটির ব্যবসায়ীরা।
দেশটির ইন্টারন্যাশনাল মার্কেটিং ইনভেস্টমেন্ট কোম্পানি গ্রুপ লিমিটেডের নির্বাহী সভাপতি মোসহাবাব আব্দুল্লাহ আলকাতানির নেতৃত্বে ২১ সদস্যের সৌদি প্রতিনিধি দল গত ০৪ থেকে ০৭ ডিসেম্বর বাংলাদেশ সফর শেষে এ প্রস্তাব দেন।
সফরকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তারা। বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গেও বৈঠক করেন।
এরই মধ্যে চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক জোন ও ভোলায় সার কারখানা করার কথা চূড়ান্ত হলেও সৌর বিদ্যুৎকেন্দ্রের স্থান নির্ধারিত হয়নি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে ভোলার প্রাকৃতিক গ্যাস ব্যবহারে ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানা করতে চায় সৌদি আরব। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে এ বিনিয়োগ প্রস্তাব দিয়েছে তারা।
ইতোমধ্যে আল বাওয়ানি কোম্পানি লিমিটেডের মাধ্যমে সৌদি-জিসিসি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবও দেওয়া হয়েছে। গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদ্দা সফরকালে বিনিয়োগের সমঝোতার ধারাবাহিকতায় সৌদি আরবের প্রস্তাবটি এসেছে। এ বিনিয়োগ প্রস্তাবে সাড়া দিয়ে প্রাথমিকভাবে চট্টগ্রামের মিরসরাই অঞ্চলে দুই হাজার একর জমি চিহ্নিত করেছে বেজা।
একই সঙ্গে কর্ণফুলী পেপার মিলসের সঙ্গে যৌথ উদ্যোগে একটি নতুন কাগজকল, বিদ্যুৎকেন্দ্র ও সিমেন্ট কারখানা নির্মাণ এবং কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
সব মিলিয়ে প্রাথমিকভাবে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা বলেছি, সবক্ষেত্রে তাদের সহযোগিতা করবো। প্রধানমন্ত্রীর সফরের সময় বাংলাদেশে বাণিজ্য বাড়াতে সৌদি ব্যবসায়ীদের প্রস্তাব দেওয়া হয়েছিল। সে আহ্বানে সাড়া দিয়েই এ বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছেন তারা’।
সৌদি বিনিয়োগ প্রস্তাব নিয়ে সে দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, ‘তারা বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন, এতে আমরা অত্যন্ত খুশি। তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য অনেক আছে।