Select Page

আজ রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সকাল ১১:৪৮

আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এ সরকারের বিদায় হবে-মো.শাহজাহান

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

মার্চ ১১, ২০২৩ | নোয়াখালী, নোয়াখালী সদর


ষ্টাফরিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন, সে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। প্রধানন্ত্রীকে বলব, সময় নিয়েছেন অনেক। আরও কিছু দিন নেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে বেশি দিন দেওয়া যাবে না, সময় খুব সংকীর্ণ। এই অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করতে হবে।’
আজ শনিবার দুপুর ১২টার দিকে নোয়াখালীতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারের সমালোচনা করে শাহজাহান বলেন, ‘ভোটের আগে তারা (আওয়ামী লীগ) বলেছিল, ১০ টাকা কেজি চাল খাওয়াবে, আর এখন সেই চাল ৮০ টাকা। ভোটের আগে যে ফার্মের(ব্রয়লার) মুরগি, সাদা মুরগি মানুষ খেতে চাইত না, যে মুরগির কেজি ছিল ৬০ থেকে ৭০ টাকা,আজকে সেই মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা। তেলাপিয়া মাছের কেজি ২২০ টাকা।পাঙাশ মাছ,যেগুলো মানুষ খেতে চাইত না, সেই পাঙাশ মাছ ২২০ থেকে ২৩০ টাকা বাজারে বিক্রি হচ্ছে। আজকে বাজারের যে অবস্থা সাধারণ মানুষের বাজার থেকে কিছু কিনে খাওয়ার অবস্থা নেই।’
আন্দোলন সংগ্রাাম লড়াইয়ের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে দাবি করে শাহজাহান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সরকার যদি স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ না করে, তাহলে আমরা কি বসে থাকব? আমরা কি হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকব? না। আজকে আমরা যে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছি, যদি স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়ে, এই হাতে হাত রেখে তখন আর শান্তির বাণী শোনাব না। হাতে হাত রেখে লড়াই করে সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে। কারণ, বিএনপি আন্দোলনের দল, লড়াইয়ের দল। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন, সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবে।’
জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী বেগম হাসনা জসীম উদ্দীন মওদুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম, সাধারণ সম্পাদক নরুল আমিন খান প্রমুখ।
এর আগে মানববন্ধন কর্মসূচি উপলক্ষে সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে আদালত ভবনের সামনের সার্কিট হাউস সড়কে জড়ো হতে থাকেন। এদিকে বিএনপির কর্মসূচি উপলক্ষে জামে মসজিদ মোড়, প্রেসক্লাব, টাউনহল মোড় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১