চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় সড়কের ওপর পিষ্ট হয়ে পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের পূর্ব পরকোট আগুনী বাড়ির পোলঘেরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, চলন্তগাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল হাসেম (৩২)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেবনগর গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে সড়কে দাঁড়িয়ে চলন্ত গাড়ি থামাতেন মানসিক ভারসাম্যহীন আবুল হাসেম। আবার কখনো কখনো গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। আজ সকালে পথচারীরা রাস্তায় বের হলে চাটখিল-রামগঞ্জ সড়কের পূর্ব পরকোট আগুনী বাড়ির পোলঘেরা এলাকায় আবুল হাসেমের লাশ সড়কের ওপর পড়ে থাকতে দেখেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ভোরের দিকে কোনো চলন্ত গাড়ি সড়কের ওপর থাকা আবুল হাসেমকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে সড়কের সঙ্গে মিশে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে,চলন্ত কোনো গাড়ির সামনে দাঁড়ানোর কারণে আবুল হাসেমকে চাপা দিয়ে পালিয়ে গেছে গাড়ি। তবে গাড়ি কিংবা গাড়ির চালক কোনোটাই শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page