Select Page

আজ শনিবার, ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: রাত ১২:৩৫

নোয়াখালী ইসলামী বাংলাদেশ সদর থানা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

মার্চ ২৯, ২০২৩ | নোয়াখালী, নোয়াখালী সদর

ষ্টাফরিপোর্টার: মাহে রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সূধীবৃন্দের সম্মানে অদ্য ২৯ শে মার্চ-২৩ বুধবার বিকাল ৪টায় মাইজদীস্থ বি.আর.ডি.বি মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর থানা শাখা সভাপতি মুহা.আবদুল মুকিত এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার সভাপতি মাও.মাহমুদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে দুর্ভিক্ষময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমাজের সর্বত্র হাহাকার বিরাজ করছে আর সরকার উন্নয়নের ঢেকুর তুলছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে মুদ্রাস্ফীতি ও ডলার সংকট বেড়েই চলছে। ন্যায় বিচার, জবাবদিহীতা ও সুশাসনের অভাবে সোনার বাংলা আজ শ্মশানে পরিণত হয়েছে।
সরকারের লুটপাট ও অর্থপাচারের খেসারত গুনছে দেশের সাধারন মানুষ। তাই খাই খাই রাজনীতি পরিহার করে অর্থবহ পরিবর্তনের জন্য দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা ইউসুফ ভুঁইয়া, মাওলানা ফিরোজ আলম, মাওলানা আলা উদ্দিন হারুন, মাও.আবদুল আলীম, মাওলানা আবুল বাশার, মুহা. ইকবাল হোসাইন, মুহা.বেলাল হোসাইন মনির, মুহা.রাসেল আহমেদ, মুহা.আবদুল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০