ষ্টাফরিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ীর যুক্তরাষ্ট্র প্রবাসী আকবর হোসেন ওরফে বাবুল হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি রহমত উল্যাহ ওরফে রনিকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চাটখিল উপজেলার হালিমা দিঘিরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহমত উল্যাহ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার রহমত উল্যাহকে আইনিপ্রক্রিয়া শেষে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে আদালতে নেওয়া হয়েছে। আজ সকালে র্যাব-১১ নোয়াখালী কার্যালয়ের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার রহমত উল্যাহর সঙ্গে জয়াগ ইউনিয়নের উলুপাড়া এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী আকবর হোসেন ওরফে বাবুলের সম্পত্তিসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে রহমত উল্যাহসহ অন্য আসামিরা আকবর হোসেনকে হত্যার পরিকল্পনা করেন। ওই পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সালের ৩১ জুলাই আকবর হোসেনকে হত্যা করে লাশ কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবায় ফেলে দেওয়া হয়। পরের দিন ১ আগস্ট লাকসাম থানা পুলিশ ডোবা থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই আকবরের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। পরে পুলিশ মামলাটি তদন্ত করে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
র্যাব জানায়, আদালতে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে ৬ এপ্রিল অভিযুক্ত রহমত উল্যাহসহ পাঁচজন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় রহমত উল্যাহ পলাতক ছিলেন। তাই তাঁকে দ্রুত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল উপজেলা থেকে রহমত উল্যাহকে গ্রেপ্তার করা হয়।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page