Select Page

আজ শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: রাত ১১:২০

নোয়াখালীর কবিরহাটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার-৮

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

এপ্রি ১১, ২০২৩ | কবিরহাট, নোয়াখালী


কবিরহাট প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো.সুমন (৪০), হাছান (২০), আলাউদ্দিন প্রকাশ ইমন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান (২৮), আব্দুর রহিম (২০), মো.সোহাগ (২৮), মো. ইয়াছিন আরাফাত সাকিব (২৩) ও সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, একই দিন সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্যক্ত করতো একই এলাকার সুমন। একই সাথে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকিও দিতো। গতকাল সোমবার সন্ধ্যায় সুমন ও তার সহযোগীরা ভিকটিমের ভাবিকে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে ও ছাত্রীকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
এসব তথ্য নিশ্চিত করেন কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম।
তিনি জানান, মামলার হওয়ার পরই পুলিশ অভিযানে নেমে ভিকটিমকে উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে। তাদের আজ দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০