ষ্টাফরিপোর্টার: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে মো.হোসেন (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুল খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ জনকে রোববার (২৩ এপ্রিল) দুপুরে আদালতে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্র জানায়, মো. ইসমাইল মুঠোফোনে আহসান উল্যাহ সাজুকে জানায় তার ভাই মেহেদী হাসানের পারিবারিক বিষয়ে তার শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন কটু কথা বলা হচ্ছে। ওই কথার জের ধরে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মোতাহের তার খালাতো ভাই আব্দুল গফুর ও আব্দুর রহমানসহ কয়েকজন আহছান উল্যাহ সাজুদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। এসময় মোতাহার হোসেনের বাবা মো. হোসেন ঝগড়া থামাতে গিয়ে রডের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ শুনে এলাকাবাসী পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, মো. হোসেন দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে রডের আঘাতে মারা গেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page