Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৬:২৭

হাতিয়া-নোয়াখালী নৌরুটে সি-ট্রাক চলাচল বন্ধ

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ডিসে ১২, ২০১৭ | হাতিয়া

নোয়াখালী বার্তা: বৈরী আবহাওয়া ও তিন নম্বর সতর্কতা সংকেতের কারণে হাতিয়া-নোয়াখালী নৌরুটের একমাত্র সি-ট্রাক চলাচল দুইদিন ধরে বন্ধ রয়েছে। এতে নোয়াখালী শহর মাইজদী থেকে আসা হাতিয়াগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানায়, দুইদিনের গুড়ি গুড়ি বৃষ্টি ও তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় নোয়াখালীর মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন দ্বীপ হাতিয়া উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সি-ট্রাকটি বন্ধ রয়েছে। এরফলে চেয়ারম্যান ঘাটে সি-ট্রাকের শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা বিকল্প পথ ট্রলার করে হাতিয়ায় যাচ্ছেন।

হাতিয়া নৌযান সি-ট্রাকের ম্যানেজার মহিবুল ইসলাম নিপু জানান, লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় দুইদিন ধরে সি-ট্রাকটি বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়া না থাকলে সোমবার ১১ ডিসেম্বর সকাল থেকে সি-ট্রাকটি পুনরায় চালু করা হবে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০