Select Page

আজ শনিবার, ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: রাত ১২:২৩

নোয়াখালীতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী কারাগার থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ষ্টাফরিপোর্টার: নোয়াখালী জেলা কারাগারে থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সুবর্ণচর উপজেলার আরাফাত নামের এক শিক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) তিনি জেলা কারাগার কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় জেল হাজতে আছেন আরাফাত। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন বলেন, নিয়ম অনুযায়ী তার পরীক্ষার প্রশ্ন ও খাতা পরীক্ষা কেন্দ্র শহীদ জয়নাল আবেদীন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দেওয়ার কথা। কিন্তু সুবর্ণচর থেকে জেলা কারাগারে প্রশ্ন ও খাতা নিয়ে আসতে যে সময় লাগবে তাতে ওই পরীক্ষার্থীর অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাই জেল হাজতের কাছের কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল থেকে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ওই শিক্ষার্থী জেলে থেকে জেল সুপারের মাধ্যমে নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদন করেন। এরই প্রেক্ষিতে আদালত তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে শিক্ষা বোর্ডকে নির্দেশ দেন। এবং কারাগারের মধ্যেই তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়। ওই শিক্ষার্থীর কেন্দ্র ছিল শহীদ জয়নাল আবেদীন সরকারি উচ্চ বিদ্যালয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব বলেন, নোয়াখালীর নয়টি উপজেলার ৭৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসিতে ৩৪ হাজার ৩১৫ জন, দাখিলে ৯ হাজার ২১৩ জন ও ভোকেশনালে ২ হাজার ১১৭ জনসহ এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০