Select Page

আজ রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: রাত ১২:২০

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গাদের জন্য রেড ক্রিসেন্টের বিশেষ পরিকল্পনা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.


ষ্টাফরিপোর্টার: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে অবস্থানরত ৩০ হাজার রোহিঙ্গাকে নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। এছাড়া জেলায় সংস্থাটির পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে।
শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শাহিন।
তিনি জানান, অতীতে যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে ছিল। আসন্ন ঘূর্ণিঝড় মোকেবেলায় তাদের স্বেচ্ছাসেবীরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালী অঞ্চলের বড় চ্যালেঞ্জ ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা দেওয়া। সে লক্ষ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে ভাসানচরের ২০ হাজার রোহিঙ্গাকে দ্রুত অন্যত্র সরিয়ে রাখার মত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য তাবুসহ অন্যান্য সরঞ্জামাদি প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আবহাওয়া অফিসের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ৩ নং সংকেত পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের কাজে নেমে পড়বেন।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০