Select Page

আজ সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: রাত ৯:৫৮

নোয়াখালীতে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ডিসে ১৪, ২০১৭ | নোয়াখালী সদর

নোয়াখালী বার্তা: ‘মুক্তিযুদ্ধের বিজয় বিদ্রোহী বাঙালির জয়’ এ স্লোগানে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নোয়াখালীতে ১৫ দিনব্যাপী (১৩-২৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে।

বুধবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের বিজয় মঞ্চে এ মেলার উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

মেলার সাধারণ সম্পাদক মমতাজুল করিম বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিনহাজ আহম্মেদ জাবেদ, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া মানিক প্রমুখ।

এবারের মেলায় বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা, মুক্তিযুদ্ধের গান, কবিতা, নৃত্য, নাটক, পুঁথিপাঠসহ বাঙলি সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হবে।

এছাড়া মেলা প্রাঙ্গণে ২ শতাধিক স্টলে দেশীয় পণ্যের প্রদর্শণ ও বিক্রির ব্যবস্থা রয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০