Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৬:০২

অস্তিত্বে লাল-সবুজ মহান বিজয় দিবস পালিত

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ডিসে ১৬, ২০১৭ | জাতীয়, বিশেষ প্রতিবেদন

নোয়াখালী বার্তা: মহান বিজয় দিবসের কুচকাওয়াজ দেখতে বাসা থেকে বের হয়েছে শিহাব। মাথায় বিজয় দিবসের শুভেচ্ছা-স্বরূপ ব্যান্ডেনা, গাল রঙিন আল্পনার রঙে। হাতে আছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে সে মনোযোগী হয় মুক্তিযুদ্ধের গল্পে।

বৃত্ত, তাহা, স্নিগ্ধা আর সবুজও নেমেছে রাজপথে। সঙ্গে আছেন আব্বু-আম্মু, দাদু-নানু বা চাচ্চু-ভাইয়া। তাদের চোখে-মুখে জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ দেখার যতোখানি আগ্রহ-উদ্দীপনা, তারও বেশি দীপ্ত অঙ্গীকার বিজয় বোঝার, বিজয়ের নির্যাস অস্তিত্বে মেখে নেওয়ার।শিহাবের মাথায় বিজয় দিবসের শুভেচ্ছা-স্বরূপ ব্যান্ডেনা, গাল রঙিন আল্পনার রঙে। বাদলকথা হচ্ছিলো শিহাবের বাবা আসাদুর রহমানের সঙ্গে। ‘কঠিন ও দীর্ঘ একটা পথচলার পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্তক্ষয়ের পর আমরা যে বিজয় অর্জন করেছি, তা সম্পর্কে তো নতুন প্রজন্মকে অবশ্যই জানতে হবে। আর জানার জন্য আজকের মতো করে দিন খুব কমই পাওয়া যায়, তাই বাসা থেকে বের হয়েছি ওদের নিয়ে।’

শিশুদের পাশাপাশি বিজয়ের এ দিনে রাজপথে সরব উপস্থিতি দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষের। লাল-সবুজের রঙে নিজেদের রাঙিয়ে আসা এই জনতার স্রোত শামিল হয়ে যায় বিজয়ের উৎসব-মিছিলে।বাবার কোলে এক ছোট্ট শিশু। বাদলরাজধানীর আগারগাঁওয়ে কথা হয় ব্যবসায়ী মমিনুল ইসলামের সঙ্গে। পরিবারের সঙ্গে ঘুরছেন বেশ আনন্দে। তিনি বলেন, ‘বিজয় আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব। এ দিনটা তাই নিজেদের মতো করেই উদযাপন করার দিন আজ।’

সকালে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবস উপলক্ষে সামরিক বাহিনীর কুচকাওয়াজ দেখার জন্যে ভিড় জমে হাজারো মানুষের। এই ভিড় যেন বলছিলো, রক্তমাখা বিজয়ের প্রতি বাঙালির আবেগের কথা। যে আবেগে সব বয়সের মানুষ ভেদাভেদ ভুলে একত্রিত হয় উৎসবের আয়োজনে। বিজয়ের রঙকে লাল-সবুজে রাঙিয়ে তারা তা মেখে নেয় নিজেদের অস্তিত্বে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০