
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চরজব্বর ইউনিয়নে চুরি ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদ করায় চরজব্বর ইউপি চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক কে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে । এর প্রতিবাদে বুধবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক বলেন, দীর্ঘদিন থেকে চরজব্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরি ডাকাতি সংগঠিত হচ্ছে আমার ইমেজ নষ্ট করার জন্য চিহ্নিত কিছু লোকজন চোর ডাকাতদের সাথে সংগঠিত হয়ে অপরাধ করছে।
সম্প্রতি মঙ্গলবার দুপুরে জাহাজ মারা গ্রামের ছেওয়াখালী বাজারে চোর সন্দেহে মোহাম্মদ হোসেন নামে একজন কে গনপিটুনি দেয় স্থানীয়রা। আমি চেয়ারম্যান খবর পেয়ে গ্রামপুলিশকে পাঠায় তারা উত্তেজিত জনতার হাত থেকে হোসেনকে উদ্বার করে সুবর্ণচর স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নূর নবী মেম্বার ও শাহজানের নেতৃত্বে তাকে হাসপাতাল থেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে যুবলীগ নেতা সাজিয়ে আমি গুলি করেছি বলে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ পাঠায়। এটা সত্য নহে, তবে চোর সন্দেহে মোহাম্মদ হোসেন নামে একজনকে গনপিটুনি দেয় স্থানীয়রা এটা সত্য। উল্ট আমাকে জড়িয়ে হয়রানি করছে বলে চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক দাবি করেন। সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতা দিপক মাস্টার ও যবলীগ নেতা রাশেদ ও যুবলীগ নেতা বাহার সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলে।
১৩/০৯/২০২৩ ইং
নোয়াখালী।