নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নুর উদ্দিন প্রকাশ ফুল মিয়া (২৬) নামে সিএনজি অটোরিকশার এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নুর উদ্দিন চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুচ্ছগ্রাম এলাকার নুরনবীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন গুচ্ছগ্রাম এলাকায় নদীর পাড়ে নুর উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে কোম্পানীগঞ্জ থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নুর উদ্দিনের একটি চোখ উপড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার সকালে নুর উদ্দিনের মা নুরজাহান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ডাকাত সর্দার জুলুম বাদশাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, ডাকাত সর্দার জুলুম বাদশার সঙ্গে নুর উদ্দিনের সম্পৃক্ততা ছিল।