লক্ষ্মীপুর প্রতিনিধি: সারাদেশে বই উৎসব চলছে। উপকূলেও আনন্দের জোয়ার। মেঘনাপাড়ের শিশুরা নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা। বই পেয়ে সবাই দল বেঁধে বাড়ি ফিরছে। যেতে যেতে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছে তারা।
সোমবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর মেঘনা উপকূলীয় এলাকায় শিশুদের বই নিয়ে বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ে।
বছরের প্রথমদিনে বই নিতে সকালেই স্কুলে ছুটে যায় কোমলমতি শিশুরা। দুপুরে বই নিয়ে বাড়ি ফিরেছে তারা।
হাজিরহাট-মাতব্বরহাট সড়ক ধরে বই নিয়ে বাড়ি ফেরার পথে কথা হয় মেঘনাপাড়ের পূর্ব চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রণির শিক্ষার্থী ঝুমুর, সাথী ও রিয়ার সঙ্গে। তারা জানায়, নতুন বই পেয়ে ভালো লাগছে।
একই সময় সাহেবেরহাট ইউনিয়নের একটি কাঁচা রাস্তায় দল বেঁধে চর লরেন্স খাঁনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গালভরা হাসি নিয়ে বই হাতে বাড়ি ফিরতে দেখা গেছে।
তোয়াহার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁকো পার হয়ে নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরেছে।