Select Page

আজ মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: দুপুর ২:৩৭

বেগমগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

জানু ২, ২০১৮ | বেগমগঞ্জ

বেগমগঞ্জ প্রতিনিধি: টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল বেতন স্কেল চাই- এ স্লোগান নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পদমর্যাদাসহ ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দিনব্যাপী এ কর্মবিরতি পালন করেন তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালিত হয়।

আন্দোলনকারীরা জানায়, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমণ ভাতা, ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তনের দাবিতে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ঘোষিত দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা।

কর্মসূচিতে অংশ নেয়, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাস্থ্য পরিদর্শক আবদুর রশীদ সহ বেগমগঞ্জ উপজেলা সকল স্বাস্থ্য সহকারীরা

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১