কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গোলাম ছারোয়ার (৩৮) পলাতক রয়েছেন।
বুধবার ভোরে মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটদলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহানা আক্তার উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে এবং ছোটদলি এলাকার গোলাপ মাওলার ছেলে গোলাম ছারোয়ারের স্ত্রী।
নিহতের ছেলে মো. সাইমুন জানায়, ভোরে তার মা ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসেছিলেন। এসময় হঠাৎ তার মাদকাসক্ত বাবা ঘরে ঢুকে পেছন থেকে তার মায়ের গলা টিপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাইমুন আরো জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় ও যৌতুকের টাকার জন্য তার মাকে প্রায়ই মারধর করত তার বাবা গোলাম ছারোয়ার।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনসার্চ (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।