লক্ষ্মীপুর প্রতিনিধি: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সাবেক উপ-পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাত সোয়া ৯টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস দেব করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
ভিডিপি’র সাবেক এ উপ পরিচালক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটা দিকে ফলকন হাজী ছেলামত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
Facebook Comments Box