লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কা লেগে খালে পড়ে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) চরঠিকা মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর আন্ডার চর এলাকার আলী আযমের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৬০) ও শিশু রিংকু (৪)। আহত-নিহতরা একে-অপরের আত্মীয়। তারা ফজুমিয়ারহাট এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় আহত মারজাহান বরাত দিয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, লাড়কিবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটি ধাক্কা লেগে। এ সময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। চারজন হাসপাতালে চিকিৎসাধীন।