চট্টগ্রাম বার্তা ডেস্ক: রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে ২৩টি কাঁচা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ২টার দিকে নগরীর বায়েজিদ থানার মোহাম্মদনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দীর নেতৃত্বে বায়েজিদ ও চন্দনপুরার ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ৩ জন মালিকের ২৩টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Facebook Comments Box