চট্টগ্রাম প্রতনিধি: নির্মাণাধীন একটি শপিংমলের তৃতীয়তলা থেকে পড়ে মো. তৈয়মুর (৫০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার দুপুর ১২টার দিকে হাটহাজারী উপজেলার দেওয়াননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তৈয়মুর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার পীরগাছি এলাকার মুক্তিযোদ্ধা জহর আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, নির্মাণাধীন একটি সাততলা শপিংমলের তৃতীয়তলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Facebook Comments Box