লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনে ফুলশার্ট ও প্যান্ট রয়েছে।
সোমবার ২৯ জানুয়ারি সকালে পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, জেলা শহরের পৌর বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এসময় জেলেদের জালে মরদেহ উঠে আসে। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। খোঁজ খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।