লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহটির পরিচয় মিলেছে। নিহতের নাম মোস্তফা কামাল (৩২)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার আলী আজমের ছেলে।
মরদেহের পরিচয় শনাক্তের পর মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তর করেন।
থানা পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের উত্তর পাশের ডোবায় সোমবার মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জালে মরদেহটির সঙ্গে আটকে যায়। ভারি বস্তু মনে করে টান দিলে তা ভেসে উঠে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, মোস্তফা কামাল ঢাকার ইসলামপুরের শুকরিয়া বস্ত্র বিতানে চাকরি করতেন। বৃহস্পতিবার ২৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি ঢাকা থেকে কুমিল্লার বাড়ির উদ্দেশ্য বের হন।
এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার ২৬ জানুয়ারি দোকানের মালিক জালাল আহম্মেদ মোস্তফা বাড়িতে যাওয়ার বিষয়টি স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে মোবাইল ফোনে জানায়। তিনি (মোস্তফা) বাড়িতে যাননি জানতে পেরে সম্ভাব্য স্থানে খোঁজ নেন দোকান মালিক। পরে শনিবার ২৭ জানুয়ারি তিনি ঢাকার সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহতের স্ত্রী নাঙ্গলকোট ব্র্যাক পুষ্টি প্রকল্পের স্বাস্থ্যকর্মী জান্নাতুল ফেরদৌস বলেন, বিভিন্ন গণমাধ্যমে খবর জানতে পেরে মরদেহটি শনাক্ত করা হয়। পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করছি। অবুঝ দুই সন্তানকে নিয়ে এখন আমি কার কাছে যাব?
লক্ষ্মীপুর মডেল সদর থানা পুলিশের অফিস ইনচার্জ (ওসি) লোকমান হোসেন বলেন, নিহতের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। পরে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।