নোয়াখালী বার্তা রিপোট: ঋতুচক্রে পৌষ ও মাঘ মাস শীতকাল। মাঘের শেষে শীতও বিদায় নিচ্ছে। দিন দিন বাড়ছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে আকাশ মেঘলা। দু’এক জায়গায় বৃষ্টি ঝরিয়ে মেঘলা আকাশ হবে পরিষ্কার।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সামনে আর কোনো শৈত্যপ্রবাহ নেই। এখন ক্রমেই তাপমাত্রা বাড়তে থাকবে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। এরফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ শুক্রবার ০৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বলেন, আকাশ মেঘলা থাকায় আজ খুলনার দিকে ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে। স্বাভাবিক যে অবস্থা বিরাজ করছে তাতে আরো দু’একদিন পর তাপমাত্রা বাড়বে। তবে ১২-১৩ ফেব্রুয়ারির দিকে ঢাকাসহ অনেক জায়গায় সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাঘের ২৭তম দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা ছিলো। কুয়াশার দেখা মিলেছে অনেক স্থানে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পাবে।
২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ২৮.২ ডিগ্রি ও সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহীতে ২৯ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।