লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিলে ধাওয়া করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারজনকে আটক করা হয়।
সোমবার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- সদর থানা পশ্চিম যুবদলের যুগ্ম-আহ্বায়ক শিপন পাটোয়ারী, কর্মী রাশেদ, নুরু ও সুমন হোসেন। মিছিলের সময় তাদের ধাওয়া করে আটক করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় অন্যায়ভাবে তাদের চার নেতাকর্মীকে আটক করা হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করায় চারজনকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।