Select Page

আজ শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: সন্ধ্যা ৭:২৩

কাল ফের আলোচনা : রোহিঙ্গাদের ফেরাতে জোর দেবে বাংলাদেশ

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ১৪, ২০১৮ | জাতীয়

স্টাফ রিপোটার: রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ঢাকার আমন্ত্রণে মিয়ানমারের ১২ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপু‌রে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তি‌নি বিষয়টি জানান।

মন্ত্রী বলেন, মিয়ানমা‌রের স‌ঙ্গে রো‌হিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপা‌রে কথা হয়ে‌ছে। মিয়ানমা‌রের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ ‌থে‌কে আমা‌দের দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছিল। আমরা মিয়ানমা‌রে গি‌য়ে‌ছিলাম। ‘‌টেন প‌য়েন্ট ডিক্লিয়া‌রেশন’ হ‌য়ে‌ছে।

‘পরে আমরা দেশে এ‌সে মিয়ানমা‌রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাওয়াত পাঠাই। তা‌দের ১২ সদ‌স্যের এক‌টি দল ঢাকায় এ‌সে‌ছে। দলটির স‌ঙ্গে সব বিষ‌য়ে আ‌লোচনা হ‌বে। যে প্রস্তাবগু‌লো আ‌গে রাখা হ‌য়ে‌ছিল, সেগু‌লো আরও ডেভেলপ করা হ‌বে।

এখন বাংলা‌দে‌শে রো‌হিঙ্গা‌দের অনুপ্র‌বেশ অ‌নেকাং‌শে ক‌মে‌ছে উল্লেখ করে মন্ত্রী ব‌লেন, ধী‌রে ধী‌রে এটা শূন্যের ঘ‌রে আসবে। মিয়ানমা‌রের উপর এখন আন্তর্জা‌তিক চাপ র‌য়ে‌ছে। তাই তারা আ‌লোচনা কর‌তে আমা‌দের স‌ঙ্গে ব‌সে‌ছে। রো‌হিঙ্গা‌দের ফি‌রি‌য়ে না নি‌লে আন্তর্জা‌তিক চাপ আরও বাড়‌বে। আশা কর‌ছি মিয়ানমা‌র দ্রুতই রো‌হিঙ্গা‌দের ফি‌রি‌য়ে নে‌বে।

কোস্টগার্ড অ‌নেক চড়াই-উৎরাই পে‌রি‌য়ে সততা, দা‌য়িত্ব‌বোধ, কর্মদক্ষতা অর্জ‌নের মাধ্য‌মে এ‌গি‌য়ে যা‌চ্ছে। এত কম জনবল নি‌য়ে কোস্টগার্ড এখন মানু‌ষের আস্থা অর্জন কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে। জানান মন্ত্রী।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০