কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নে পাঠানতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- কবিরহাট উপজেলার দক্ষিণ জগদানন্দ এলাকার বাহার মিয়ার ছেলে ডাকাত সর্দার দুলাল রাজা (৩৫), দাগনভূঞা উপজেলার করম উল্লাহপুর এলাকার আমিন উল্লাহর ছেলে সাইফুল ইসলাম সোহাগ (২৪) ও সেনবাগ উপজেলার শ্যামেরগাঁও এলাকার আবদুল বরের ছেলে এনামুল হক মানিক প্রকাশ দাদা মানিক (২৭)।
ডাকাতদের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইফু উদ্দিন, মহি উদ্দিন সুমন ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. তরিকুল ইসলাম তারেক। তাদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, শুক্রবার রাত ২টার দিকে পাঠানতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, কবিরহাট, সোনাগাজী, চরজব্বর ও সনদ্বীপ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Select Page