আবুল বাসার,সুবর্নচর প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী ৪(সদর- সুবর্নচর) সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ শাহজাহান বলেন, ”বাংলাদেশের জনগনের ইজ্জত, সম্মান ও সম্পদ রক্ষা করতে আগামি নির্বাচনে বিএনপিকে দরকার ” ।
গত ১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় চর আমান এনায়েত উল্যাহ বাবুল চেয়ারম্যান বাড়ীতে, অসুস্থ বাবুল চেয়ারম্যানকে দেখতে এসে এসব কথা বলেন, তিনি আরো বলেন, আওয়ামিলীগ বিএনপির নেতা কর্মিদের অহেতুক হয়রানি মূলক মিথ্যা হামলা মামলায় জড়িয়ে বিএনপিকে আরো অধিক শক্তিশালী করেছে।
সুবর্নচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সিনিয়র সহ-সভাপতি নুরনবী চৌধরী, জেলা কৃষক দলের যুগ্ন আহব্বায়ক জামাল উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক সাহাব উদ্দিন স্বপ্নন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ওরফে কামাল মেম্বার, উপজেলা যুবদলের আহব্বায়ক নিজাম উদ্দিন ফারুক, সদস্য সচিব বেলাল হোসেন সুমন, যুগ্ন আহব্বায়ক নুরুল হুদা, মহি উদ্দিন মহিম, সদস্য আব্দুর রহমান খোকন, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান সমন্বয়ক আজগর উদ্দিন দুখু, জুবিলী ইউনিয়ন বিএনপি সভাপতি নুর উদ্দিন শামীম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাহাবুদ্দিন অনিক, সাধারণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ তারেক, সেচ্চাসেবক দল নেতা আব্দুল আল মাসুদ, ছাত্রনেতা ওয়াহিদ উদ্দিন প্রমূখ।
বক্তারা আরো বলেন, আগামি নির্বাচন তত্বাবদায়ক সরকারের অধিনেই হতে হবে, নেতা কর্মি’রা আগামি নির্বাচন কে সামনে রেখে আরো গতিশীল ভাবে কাজ করার আহব্বান জানান।