হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরে তালুক সুপার মার্কেটে একাধিক মামলার আসামী রাকিব উদ্দিনকে (৩০) পুলিশের হাত থেকে আসামীকে ছিনিয়ে নিয়া যায়। এই ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সন্ত্রাসী রাকিব উদ্দিন ৮-১০জন সন্ত্রাসী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত আশ্রাফ উদ্দিনের উপর হামলা চালায় এবং তার ব্যবহৃত মালামাল লুট করে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি হাতিয়া থানাকে অবগত করলে পুলিশ রাকিবকে ধারার জন্য অভিযান চালায়। কিন্তু তালুক সুপার মার্কেট এলাকায় অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহাম্মেদের উপস্থিতিতে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি ২টি মোটরসাইকেল ভাঙচুর করে।
এই ঘটনায় আহত পুলিশ সদস্যরা হচ্ছেন- এস.আই শফিক, এস.আই নুরুজ্জামান, এস. আই নিজাম, এ.এস. আই ইকবাল, এ.এস.আই পাপেল বড়ুয়া ও এ.এস.আই আশিক।
এ ব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলছে।