ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতের ছুরিকাঘাতে মো. মোস্তফা নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার ওসি এম মোর্শেদ জানান, রাতে ১০-১৫ জনের ডাকাত দল নুরুল হক বলি মিয়ার বাড়িতে হানা দেয়। ঘরের মেইনগেট ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে লোকজনকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে।
এ সময় গৃহকর্তার জামাই মো. মোস্তফা বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাতরা। পরে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফা ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মনির আহম্মদের ছেলে।
Facebook Comments Box