চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন আহম্মদের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা ও খিলপাড়া ইউনিয়নবাসীর দাবিতে ইউনিয়নের বাদুলী রুহুল আমিন চেয়ারম্যানের পোল থেকে পূর্ব দিকে নাহারখিল গ্রামের সীমানা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন আহম্মদ সড়ক নামকরণ করা হয়।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারাম্যান আলমগীর হোসেন ও মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর হোসেন মিঠু প্রমুখ।