Select Page

আজ সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: রাত ৮:২৪

ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ১৭, ২০১৮ | আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী হাইলে মারিয়ামের হঠাৎ পদত্যাগের একদিন পর জরুরি অবস্থা জারি করা হয়েছে দীর্ঘদিন সহিংস আন্দোলন চলতে থাকা আফ্রিকার দেশ ইথিওপিয়ায়।

শুক্রবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে এটা কতদিন বলবৎ থাকবে তা জানানো হয়নি।

সরকারের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদের বৈঠকে জরুরি অবস্থা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। এটা তিনমাস না ছয়মাস থাকবে তা ছিল আলোচনার অন্যতম বিষয়।

গতবছর আগস্টে ১০ মাসের জরুরি অবস্থা তুলে নেয় দেশটি। রাজনৈতিক স্বাধীনতার দাবিতে সরকারের বিরুদ্ধে সহিংস আন্দোলনে কয়েশ মানুষ প্রাণ হারিয়েছে।

ইথিওপিয়ায় বৃহত্তর রাজনৈতিক অন্তর্ভূক্তি ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে ২০১৫ সাল থেকে আন্দোলন করছে দেশটির ৬১ শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্বকারী ওরোমো ও আমহারা জনগোষ্ঠী।

ওরোমো মানবাধিকার কর্মী জাওয়ার মোহাম্মদ বলেন, জরুরি অবস্থা জারি ‘অপ্রয়োজনীয়, অসহযোগিতাপূর্ণ ও অবিবেচনাপ্রসূত।’ স্থিতাবস্থার জন্য এই মুহূর্তে সেরা সময় জরুরি অবস্থা জারি নয়, যেটা আগে প্রয়োগ করা হয়েছে এবং ব্যর্থ হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০