সুবর্ণচর প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও বাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আবদুর রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সেন্টার বাজারের চরবাটা-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে চরবাটা বাজার থেকে যাওয়ার পথে সোনাপুর-চরবাটা সড়কের সেন্টার বাজার মোড়ে বিভিন্ন দিক থেকে আসা মোটরসাইকেল, সিএসজিচালিত অটোরিকশা ও বাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুর রহমান মারা যান। আহত হন পাঁচজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি জানান।