Select Page

আজ মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৪ হিজরি সময়: দুপুর ২:৩০

প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসেছে ৩১ লাখ শিক্ষার্থী

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

নভে ১৯, ২০১৭ | Uncategorized

স্টাফ রিপোর্টার: সারাদেশে রোববার সকাল ১১টায় একযোগে শুরু হয়েছৈ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা।

এবার সাত হাজার ২৬৭টি কেন্দ্রে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। গতবারের মতো এবারও এ পরীক্ষায় পরীক্ষার্থী কমেছে। এবার পরীক্ষার্থী কমার হার প্রায় ৪ শতাংশ।

পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়মে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর দেড়টা পর্যন্ত। রোববার প্রথম দিনে প্রাথমিক ও ইবতেদায়িতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা দেশের সবচেয়ে বড় পরীক্ষার আয়োজন। পরীক্ষায় এ বছর ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন খুদে পরীক্ষার্থীর অংশ নিচ্ছে। যার মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন ছাত্রছাত্রী অংশ নেবে। এর মধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ছাত্র এবং ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন ছাত্রী। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষায় দুই লাখ ৯১ হাজার ৫৬৬ পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্রসংখ্যা এক লাখ ৫৩ হাজার ১৫২ এবং ছাত্রী এক লাখ ৩৮ হাজার ৪১৪ জন। প্রাথমিক শিক্ষায় দুই হাজার ৯৫৩ জন এবং ইবতেদায়ি শিক্ষায় ৩৭৯ জনসহ মোট তিন হাজার ৩৩২ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। সাত হাজার ২৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে সাত হাজার ২৬৭টি এবং দেশের বাইরে রয়েছে ১২টি কেন্দ্র।

সূত্র জানায়, প্রতিবন্ধী অথবা বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত রাখা হয়েছে। ৬টি বিষয়ে প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্গম এলাকায় ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। প্রতি বছরের মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতি জেলায় পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৯৫১৫৯৭৭ এবং অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষে টেলিফোন নম্বর ০২-৫৫০৭৪৯১৭, ০১৯১৩৪৮১৬৭২, ০১৭১২৪১৩১০০ এবং ই-মেইল ddestabdpe@gmail.com|

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১