Select Page

আজ সোমবার, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি সময়: সন্ধ্যা ৬:৪৮

সোনাইমুড়ির বগাদিয়াতে নোয়াখালী জেলা ইজতেমা

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ২২, ২০১৮ | সোনাইমুড়ী

নোয়াখালী ইজতেমা মো: ইমাম হোসেন:
আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানিতে সোনাইমুড়ি বগাদিয়াতে নোয়াখালী জেলা ইজতেমা প্রথম দিন আপনিও দলে দলে যোগ দিন।

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই ও বগাদিয়া গ্রামের মাঠে প্রথমবারের মত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্চলিক ইজতেমা। ইজতেমা চলবে ২৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত।

ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, সহস্রাধিক কর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহযোগিতায় ইজতেমার প্রায় ৯৫ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ইজতেমায় নোয়াখালী জেলা ছাড়াও বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

তাবলিগ জামাত সোনাইমুড়ী থানার জিম্মাদার ও মজলিস শূরা সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের শায়েখদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ বছর থেকে সারাদেশের ৬৪ জেলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এতেও স্থান সঙ্কুলান না হওয়ায় মূল ইজতেমা ঠিক রেখে পর্যায়ক্রমে প্রতি বছর ১৬টি জেলায় আঞ্চলিক ইজতেমা হয়।

এরই ধারাবাহিকতায় প্রথমে নোয়াখালীর সেন্ট্রার বাজার, এরপর সুবর্ণচর এবং এখন সোনাইমুড়ীতে ইজতেমা হচ্ছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, ৩ দিনের বিশ্ব ইজতেমাকে ঘিরে মুসল্লিদের নিরাপত্তায় কয়েকটি স্তরে পোশাক ও সাদা পোশাকে অন্তত ৫শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও ইজতেমার নিরাপত্তায় মাঠে ওয়াচ টাওয়ার, বিশেষ চেকপোস্ট, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমাকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০