Select Page

আজ রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি সময়: দুপুর ১২:০০

লক্ষ্মীপুরে ৮ ডাকাত গ্রেফতার

দৈনিক নোয়াখালীবার্তা
Noakhali Barta is A News Portal of Noakhali.

ফেব্রু ২৪, ২০১৮ | লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সুমন, রুবেল হোসেন, আনোয়ার হোসেন প্রকাশ মাসুম, মো. রিপন, মো. সায়েদ, মো. মোস্তফা প্রকাশ রিপন, শাওন চৌধুরী হৃদয় ও মো. সবুজ। তাদের বাড়ি নোয়াখালীর বিভিন্ন উপজেলায়।

পুলিশ জানায়, ভোরে উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ওই এলাকায় ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপভ্যান থেকে নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটজনকে গ্রেফতার করে। পরে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে শাবল, চুরি ও লোহার কাটারসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১