বেগমগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে শনিবার দুপুরে উত্তর দূর্গাপুর আবদুল মতিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি নূর নবী টিপু’র সভাপতিত্বে বাবু ও সাইফুল’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম।
স্কুলের প্রধান শিক্ষিকা প্রতিমা চক্রবর্তীর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইউছুপ, দূর্গাপুর ইউপি সাবেক চেয়ারম্যান এম.এ জলিল, স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন, পিটিএ কমিটির সভাপতি বাবু উত্তম দাস, বাংলাদেশ শিক্ষক সমিতির বেগমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আলিম সুজনসহ অনেকই।
অতিথিবৃন্দ বলেন, দেহের উন্নতি খেলায়, মনের উন্নতি পড়ায়। সকল ছাত্র-ছাত্রীকে লেখা-পড়ায় মনোযোগি হওয়ার আহ্বান জানান।